ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

গেতাফের বিপক্ষে ফিরছেন রদ্রিগো

  • আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চোট পেয়ে মাঠের বাইরে আছেন দলের একগাদা ফুটবলার। এর মাঝে একটি স্বস্তির খবর রেয়াল মাদ্রিদের জন্য। চোট কাটিয়ে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। গত ৯ নভেম্বর লিগে ওসাসুনার বিপক্ষে দলের ৪-০ গোলে জয়ের ম্যাচের শুরুর দিকে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। কিছুক্ষণ পর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়ে মাঠ ছেড়ে যান আরেক ব্রাজিলিয়ান, ডিফেন্ডার এদের মিলিতাও।
মিলিতাওয়ের মতো এসিএল চোটে বাইরে আছেন আরও দুই ডিফেন্ডার ডাভিড আলাবা ও দানি কার্ভাহাল। পেশির চোটে ভুগছেন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, অ্যাঙ্কেলের চোটে বাইরে আছেন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। সবশেষ গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। লা লিগায় রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে গেতাফের মুখোমুখি হবে রেয়াল। এই ম্যাচে রদ্রিগোর ফেরার কথা আগের দিন সংবাদ সম্মেলনে জানান কোচ কার্লো আনচেলত্তি। “রদ্রিগো আগামীকাল (রোববার) ফিরবে, চুয়ামেনি পরের ম্যাচে ফিরবে এবং কামাভিঙ্গা শিগগিরই ফিরে আসবে।” লা লিগায় ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। শনিবার লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হারা বার্সেলোনা ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। কাতালান দলটির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ শিরোপাধারীদের সামনে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গেতাফের বিপক্ষে ফিরছেন রদ্রিগো

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: চোট পেয়ে মাঠের বাইরে আছেন দলের একগাদা ফুটবলার। এর মাঝে একটি স্বস্তির খবর রেয়াল মাদ্রিদের জন্য। চোট কাটিয়ে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। গত ৯ নভেম্বর লিগে ওসাসুনার বিপক্ষে দলের ৪-০ গোলে জয়ের ম্যাচের শুরুর দিকে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। কিছুক্ষণ পর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়ে মাঠ ছেড়ে যান আরেক ব্রাজিলিয়ান, ডিফেন্ডার এদের মিলিতাও।
মিলিতাওয়ের মতো এসিএল চোটে বাইরে আছেন আরও দুই ডিফেন্ডার ডাভিড আলাবা ও দানি কার্ভাহাল। পেশির চোটে ভুগছেন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, অ্যাঙ্কেলের চোটে বাইরে আছেন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। সবশেষ গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। লা লিগায় রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে গেতাফের মুখোমুখি হবে রেয়াল। এই ম্যাচে রদ্রিগোর ফেরার কথা আগের দিন সংবাদ সম্মেলনে জানান কোচ কার্লো আনচেলত্তি। “রদ্রিগো আগামীকাল (রোববার) ফিরবে, চুয়ামেনি পরের ম্যাচে ফিরবে এবং কামাভিঙ্গা শিগগিরই ফিরে আসবে।” লা লিগায় ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। শনিবার লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হারা বার্সেলোনা ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। কাতালান দলটির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ শিরোপাধারীদের সামনে।