ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

গেট বন্ধ, ‘সুড়ঙ্গ’ খুঁড়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন ছাত্রী!

  • আপডেট সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছেছিলেন এক ছাত্রী। এরই মধ্যে গেট বন্ধ করে দিয়েছিলেন দাড়োয়ান। উপায় না পেয়ে গেটের সামনে ‘সুড়ঙ্গ’ খুঁড়ে পরীক্ষা দিতে ঢুকলেন দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। তৈরি হয়েছে বিতর্কও।

বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আর পরীক্ষা শুরুর প্রথম দিনেই ওই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

ভাইরাল ভিডিও দেখা গেছে, বিহারের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। স্কুলের গেট বন্ধ করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। গেটের বাইরে অভিভাবকদের জটলা।

সেই সময়ই পরিবারের সদস্যদের সঙ্গে হন্তদন্ত হয়ে ওই স্কুলের বাইরে পৌঁছান এক ছাত্রী। দেরিতে পৌঁছনোয় স্কুলের ভিতরে প্রবেশ করতে পারেননি তিনি। নিরুপায় হয়ে বন্ধ গেটের নীচের মাটি হাতে করে খুঁড়তে শুরু করেন তিনি। এর পর ওই ছাত্রী গেটের নীচে শরীর গলিয়ে ওই গর্ত দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করেন।

তা দেখে স্কুল গেটের বাইরে উপস্থিত জনতা হইহই করে চিৎকার করতে শুরু করে। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

‘আপনা নওয়াদা’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিও দেখেছেন।

তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। সেটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে। নেটিজিয়ানদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে।

অনেকে আবার ছাত্রীর উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন। তবে বিহারে শিক্ষাব্যবস্থার হাল নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গেট বন্ধ, ‘সুড়ঙ্গ’ খুঁড়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন ছাত্রী!

আপডেট সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছেছিলেন এক ছাত্রী। এরই মধ্যে গেট বন্ধ করে দিয়েছিলেন দাড়োয়ান। উপায় না পেয়ে গেটের সামনে ‘সুড়ঙ্গ’ খুঁড়ে পরীক্ষা দিতে ঢুকলেন দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। তৈরি হয়েছে বিতর্কও।

বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আর পরীক্ষা শুরুর প্রথম দিনেই ওই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

ভাইরাল ভিডিও দেখা গেছে, বিহারের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। স্কুলের গেট বন্ধ করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। গেটের বাইরে অভিভাবকদের জটলা।

সেই সময়ই পরিবারের সদস্যদের সঙ্গে হন্তদন্ত হয়ে ওই স্কুলের বাইরে পৌঁছান এক ছাত্রী। দেরিতে পৌঁছনোয় স্কুলের ভিতরে প্রবেশ করতে পারেননি তিনি। নিরুপায় হয়ে বন্ধ গেটের নীচের মাটি হাতে করে খুঁড়তে শুরু করেন তিনি। এর পর ওই ছাত্রী গেটের নীচে শরীর গলিয়ে ওই গর্ত দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করেন।

তা দেখে স্কুল গেটের বাইরে উপস্থিত জনতা হইহই করে চিৎকার করতে শুরু করে। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

‘আপনা নওয়াদা’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিও দেখেছেন।

তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। সেটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে। নেটিজিয়ানদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে।

অনেকে আবার ছাত্রীর উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন। তবে বিহারে শিক্ষাব্যবস্থার হাল নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।