শেরপুর সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকু- বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন শেরপুরের ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনি (৩২)। শনিবার (৪ জুন) রাতে আগুন নেভানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে তিনি নিহত হন। রমজানুল শেরপুর সদর উপজেলার চরশেরপুরের বালুঘাটা এলাকার আক্রাম হোসেন আঙ্গুলের ছেলে। তিনি সীতাকু- ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে সীতাকু-ের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকা-ের খবর পেয়ে অন্যান্য সহকর্মীদের সঙ্গে আগুন নেভাতে যান রমজানুল ইসলাম রনি। এসময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই নিহত হন। রমজানের চাচা ও চরশেরপুর ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) মো. জামান মিয়া বলেন, দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেয় রনি। তিন মাস আগে সে চট্টগ্রামের সীতাকু- ফায়ার সার্ভিস স্টেশনে বদলি হয়। এরপর থেকে স্ত্রী রূপা খাতুন নিয়ে সেখানে থাকতেন তিনি। তিনি আরও জানান, অগ্নিকা-ের খবর পেয়ে বাসা থেকে গেঞ্জি পরে বেরিয়ে যায় রমজান। রোববার সকাল ১০টা পর্যন্ত তাকে মোবাইলে না পাওয়ায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিকৃত মরদেহের মাঝে গেঞ্জি দেখে মরদেহ শনাক্ত করে তার স্ত্রী।