প্রযুক্তি ডেস্ক: ৫২ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় ভিডিও গেইম ‘হাফ লাইফ ২’ ও ‘ডিসঅনারড’-এর আর্ট ডিরেক্টর হিসেবে ভিক্টর আন্তোনভ।
আন্তোনভের মৃত্যুর বিষয়টি এক ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিশ্চিত করেছেন তার ‘হাফ লাইফ’ গেইমের লেখক মার্ক লেইডলা।
অন্যান্য সাবেক সহকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তোনভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বেশি কিছু বলতে চাইনি। তবে আজ আমি জানতে পেরেছি, এইচএল ২ তে আমাদের দূরদর্শী আর্ট ডিরেক্টর ভিক্টর আন্তোনভ মারা গেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন লেইডলা।
ভিডিও গেইমে আন্তোনভ যাত্রা শুরু করেছিলেন ‘রেডনেক র্যাম্পেজ’-এ আর্ট ডিরেক্টিংয়ে কাজের মাধ্যমে। এরপর ‘হাফ লাইফ ২’, ‘ডিসঅনারড’-এও আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি ‘ডুম’ ও ‘ফলআউট ৪’-এর মতো ভিডিও গেইমের ‘টাইটেল কনসাল্ট’ হিসেবে দায়িত্ব পালন করে গেছেন আন্তোনভ।
বুলগেরিয়ার এই শিল্পী গত নভেম্বরে ‘হাফ লাইফ ২’ গেইমের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
শান্তিতে ঘুমাও ভিক্টর আন্তোনভ। আমি যদি তোমাকে জানাতে পারতাম, তোমার প্রতি আমার কতটা শ্রদ্ধা ছিল! তবে আমরা আমাদের নিজেদের জীবনেই অনেক ব্যস্ততার মধ্যে আটকে থাকি, যতক্ষণ না এ ধরনের বিস্ময় আমাদের কষ্ট দেয়, ব্লুস্কাইতে লিখেছেন ‘আরকেন স্টুডিও’ ও ‘ওল্ফআই স্টুডিও’র প্রতিষ্ঠাতা রাফায়েল কোলান্টোনিও।
আরকেন স্টুডিওর সাফল্যের পেছনে তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছো ও আমাদের অনেকের কাছেই অনুপ্রেরণা হিসেবে ছিলে তুমি। তোমার সঙ্গে আমার অনেক স্মরণীয় স্মৃতিও রয়েছে।
অন্য একটি পোস্টে গেইম ডিজাইনার হার্ভি স্মিথ বলেছেন, তার প্রভাব ও প্রতিভা সম্পর্কে এ সবই সত্যি। তবে তার শুষ্ক ও বিধ্বংসী বুদ্ধি দিয়ে আন্তোনভ আমাকে কতটা হাসিয়েছে তা আমি কোনোদিন ভুলবো না। শান্তিতে ঘুমাও!