শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূ হাসি খাতুনকে (২৩) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাকারিয়া হোসেন পলাতক রয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকারপাড়া মহল্লায় স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসি খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।
জানা যায়, তিন বছর আগে জাকারিয়ার সঙ্গে পারিবারিকভাবে হাসির বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। তবে সম্প্রতি জাকারিয়া প্রতিবেশী এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে বিরোধের জেরে রাতের কোনো এক সময় হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।