ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

গৃহবধূকে গুলি করা মাদক কারবারি জাদু সুমন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘটিত গোলাগুলিতে গৃহবধূ নিহতের ঘটনায় সুমন ওরফে জাদু সুমনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১১। রোববার (৩ নভেম্বর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্রেপ্তার আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে আসছিলো।
দাবিকৃত চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে গ্রেপ্তার জাদু সুমনের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে গৃহবধূ আয়েশার (২৬) মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গৃহবধূকে গুলি করা মাদক কারবারি জাদু সুমন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘটিত গোলাগুলিতে গৃহবধূ নিহতের ঘটনায় সুমন ওরফে জাদু সুমনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১১। রোববার (৩ নভেম্বর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্রেপ্তার আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে আসছিলো।
দাবিকৃত চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে গ্রেপ্তার জাদু সুমনের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে গৃহবধূ আয়েশার (২৬) মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।