আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার পশ্চিমাঞ্চলের একটি কারাগারে দাঙ্গায় ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার কোয়েৎজালটেনেঙ্গো রাজ্যের ক্যানটেল শহরে অবস্থিত কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারের উঠানেই ছয়জনের গলাকাটা লাশ মেলে বলে পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক পাচারকারী ও সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের ধারাবাহিকতায় কারাগারের ভেতর এ দাঙ্গা ও হত্যাকা-ের ঘটনা ঘটে
মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কারাগারে দাঙ্গার ঘটনা নিয়মিতই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এলাকা ও ব্যবসায় আধিপত্য ধরে রাখাকে কেন্দ্র করে এসব দাঙ্গা হয়। কখনো কখনো কারাগার থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটে।
গত বছর ভেনেজুয়েলার একটি কারাগারের কয়েদিরা মূল ফটক ভেঙে ফেলার চেষ্টা করলে সশস্ত্র রক্ষীদের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছিল।
গুয়াতেমালায় কারাগারে দাঙ্গায় নিহত ৬
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ