আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ জুলাই নিজ বাসায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারা যান হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে। তার স্ত্রী মার্টিন মোইসে ওই ঘটনায় গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। হামলার ঘটনার পর এই প্রথমবার কথা বললেন জোভেনেল মোইসের স্ত্রী। কীভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি। সূত্র, বিবিসি।
শনিবার টুইটার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি অডিও ম্যাসেজ শেয়ার করেন মার্টিন মোইসে। তাতে তিনি বলেছেন, ‘চোখের পলকে’ তার স্বামীকে হত্যা করা হয়েছিল। গুলি করে তার স্বামীর শরীর ‘ঝাঁজরা’ করে দেয়া হয়েছিল। অডিও ম্যাসেজে তিনি হাইতি কর্তৃপক্ষকে ‘পথ না হারানোর’ পরামর্শ দিয়েছেন।
মার্টিন মোইসে বলেছেন, ‘আমি জীবিত আছি। ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু আমি আমার স্বামী জোভেনেলকে হারিয়েছি। চোখের পলকের মধ্যে সন্ত্রাসীরা এসে গুলি করে আমার স্বামীর শরীর ঝাজরা করে দেয়। তাকে একটি শব্দও উচ্চারণ করার সময় দেয়নি।’
তিনি আরো বলেন, ‘আমি কাঁদছি এটা সত্য। কিন্তু আমরা দেশকে পথ হারাতে দিতে পারি না। আমরা তার (প্রেসিডেন্ট) রক্তকে বৃথা যেতে দিতে পারি না।’
হাইতির পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় ২৮ সদস্যের একটি দল জড়িত। তার মধ্যে ২৬ জন কলম্বিয়ার নাগরিক। বাকি দুজন হাইতি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কাছে সেনা সহায়তা চেয়ে আবেদন করেছে হাইতি।
গুলি করে ঝাঁজরা করা হয়েছিল প্রেসিডেন্ট মোইসেকে: স্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ