ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি

  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২০ জুলাই) ডিএমপির ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওগুলো পুরোনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরোনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যেকোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার: রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের নাম সিয়াম সরকার (২২)।
রোববার (২০ জুলাই) ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এসময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সিয়াম সরকার জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। তিনি পলাতক রাফসানকে সঙ্গে নিয়ে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছেন। গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেফতার: রাজধানীর সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। রোববার (২০ জুলাই) ভোর ৬টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শ্যামপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু আহম্মেদ ওরফে লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার লিপুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২০ জুলাই) ডিএমপির ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওগুলো পুরোনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরোনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যেকোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার: রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের নাম সিয়াম সরকার (২২)।
রোববার (২০ জুলাই) ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এসময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সিয়াম সরকার জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। তিনি পলাতক রাফসানকে সঙ্গে নিয়ে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছেন। গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেফতার: রাজধানীর সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। রোববার (২০ জুলাই) ভোর ৬টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শ্যামপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু আহম্মেদ ওরফে লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার লিপুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।