ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গুলিস্তানে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ঢামেক সংবাদদাতা : রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিরব বায়তুল মোকারর মার্কেটের একটি ঘড়ির দোকানে কাজ করতেন। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত নিরব ওয়ারী থানার ঠাটারি বাজার বিসিসি রোডের রমনা এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে। তাকে হাসপাতালে নিয়ে আসা রিয়াজ জানান, নিরব সাঁতার জানতো না তাকে অনেকবার নিষেধ করা হয়েছিল। এরপরেও সে ওই পানিতে নামে এবং পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। পানি থেকে তোলার পরে তার নিশ্বাস ছিল কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে মেডিকেলে আনতে দেরি হয়ে যায়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামের হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুলিস্তানে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ঢামেক সংবাদদাতা : রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিরব বায়তুল মোকারর মার্কেটের একটি ঘড়ির দোকানে কাজ করতেন। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত নিরব ওয়ারী থানার ঠাটারি বাজার বিসিসি রোডের রমনা এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে। তাকে হাসপাতালে নিয়ে আসা রিয়াজ জানান, নিরব সাঁতার জানতো না তাকে অনেকবার নিষেধ করা হয়েছিল। এরপরেও সে ওই পানিতে নামে এবং পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। পানি থেকে তোলার পরে তার নিশ্বাস ছিল কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে মেডিকেলে আনতে দেরি হয়ে যায়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামের হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।