ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

  • আপডেট সময় : ০১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. নাসির (৪৫) নামে এক ব্যবসায়ী। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিভাগে ভর্তি দেন। বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সংবাদ পেয়ে পল্টন থানার গুলিস্তান পাতাল মার্কেটের ১ নম্বর গেটের পাশ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে আমাদের পিকআপ ভ্যানে করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর মেডিসিন ভবনে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। তিনি আরও জানান, অচেতন ওই ব্যক্তির পকেটে কাগজে লেখা মোবাইল নম্বরে ফোন দিয়ে জানতে পারি তার নাম নাসির। ডেমরা রানীমহল এলাকায় তার একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। গুলিস্তানের নবাবপুর থেকে ইলেকট্রিক সামগ্রী কেনার জন্য বাসে করে গুলিস্তানে আসেন তিনি। পথে বাসের ভেতর প্রতারক চক্ররা নেশা জাতীয় কোন কিছু খাইয়ে তার কাছে থাকা নগদ টাকাসহ মোবাইল নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে প্রতারক চক্ররা কি পরিমাণ নগদ টাকা নিয়ে গেছে তার কাছ থেকে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

আপডেট সময় : ০১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. নাসির (৪৫) নামে এক ব্যবসায়ী। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিভাগে ভর্তি দেন। বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সংবাদ পেয়ে পল্টন থানার গুলিস্তান পাতাল মার্কেটের ১ নম্বর গেটের পাশ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে আমাদের পিকআপ ভ্যানে করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর মেডিসিন ভবনে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। তিনি আরও জানান, অচেতন ওই ব্যক্তির পকেটে কাগজে লেখা মোবাইল নম্বরে ফোন দিয়ে জানতে পারি তার নাম নাসির। ডেমরা রানীমহল এলাকায় তার একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। গুলিস্তানের নবাবপুর থেকে ইলেকট্রিক সামগ্রী কেনার জন্য বাসে করে গুলিস্তানে আসেন তিনি। পথে বাসের ভেতর প্রতারক চক্ররা নেশা জাতীয় কোন কিছু খাইয়ে তার কাছে থাকা নগদ টাকাসহ মোবাইল নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে প্রতারক চক্ররা কি পরিমাণ নগদ টাকা নিয়ে গেছে তার কাছ থেকে।