ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গুলশানে জব্দ করা হলো বিপুল পরিমাণ বিদেশি মদ

  • আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছেন দ্বায়িত্বরত সার্জেন্ট আল হেলাল। শনিবার (২০সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দ্বায়িত্ব পালনকালে মদ ও গাড়ি জব্দ করে গুলশান থানায় হস্তান্তর করেন তিনি।

সার্জেন্ট আল হেলাল বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে আমি সিগনালে দ্বায়িত্ব পালন করছিলাম। এর কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার এসে সড়কের আইল্যান্ডে লাগিয়ে দেয়। এতে গাড়ির চাকা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে আমি গাড়ির কাছে এগিয়ে যাওয়ার আগেই চালক পালিয়ে যান।

সার্জেন্ট হেলাল আরো বলেন, গাড়ির কাছে গেলে বিকট গন্ধ পাই। সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালিয়ে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করি। পরে গুলশান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তাদের কাছে এই মদ ও গাড়ি হস্তান্তর করি।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার আকরাম খান বলেন, গুলশান থেকে জব্দ করা মদ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। দায়িত্বরত কর্মকর্তা আসলে বিস্তারিত জেনে জানাতে পারবো।

এসি/আপ্র/২০/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুলশানে জব্দ করা হলো বিপুল পরিমাণ বিদেশি মদ

আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছেন দ্বায়িত্বরত সার্জেন্ট আল হেলাল। শনিবার (২০সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দ্বায়িত্ব পালনকালে মদ ও গাড়ি জব্দ করে গুলশান থানায় হস্তান্তর করেন তিনি।

সার্জেন্ট আল হেলাল বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে আমি সিগনালে দ্বায়িত্ব পালন করছিলাম। এর কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার এসে সড়কের আইল্যান্ডে লাগিয়ে দেয়। এতে গাড়ির চাকা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে আমি গাড়ির কাছে এগিয়ে যাওয়ার আগেই চালক পালিয়ে যান।

সার্জেন্ট হেলাল আরো বলেন, গাড়ির কাছে গেলে বিকট গন্ধ পাই। সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালিয়ে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করি। পরে গুলশান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তাদের কাছে এই মদ ও গাড়ি হস্তান্তর করি।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার আকরাম খান বলেন, গুলশান থেকে জব্দ করা মদ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। দায়িত্বরত কর্মকর্তা আসলে বিস্তারিত জেনে জানাতে পারবো।

এসি/আপ্র/২০/০৯/২০২৫