ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

গুলশানে ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানের নিকেতন আবাসিক এলাকায় ঘরে অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাসরুর আহমেদ (২৩)। তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। আগুনের খবর পেয়ে গতকাল রোববার সকাল ৭টার দিকে নিকেতনের ওই ফ্ল্যাটের দরজা ভেঙে মাশরুরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায় ফায়ার সার্ভিস। তবে তাকে বাঁচানো যায়নি। ফ্ল্যাটে তখন একাই ছিলেন মাশরুর। ফ্ল্যাটটির ভাড়াটিয়া তার বড় বোন বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান। তিনি বলেন, “বাসার সবাই গ্রামের বাড়িতে যাওয়ায় মাসরুর একাই ছিল।
“ছয়তলা ওই বাড়ির ষষ্ঠ তলা থেকে ধোঁয়া এবং পোড়ার গন্ধ পেয়ে বাড়িওয়ালা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।”
দরজা ভেঙে ঢুকে মাসরুরকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “যে ঘরটি থেকে মাসরুরকে উদ্ধার করা হয়, শুধু সেই ঘরের এসিসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছিল।” মাসরুরের বিষয়ে বিস্তারিত জানতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকবর বলেন, “ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘরে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুলশানে ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানের নিকেতন আবাসিক এলাকায় ঘরে অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাসরুর আহমেদ (২৩)। তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। আগুনের খবর পেয়ে গতকাল রোববার সকাল ৭টার দিকে নিকেতনের ওই ফ্ল্যাটের দরজা ভেঙে মাশরুরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায় ফায়ার সার্ভিস। তবে তাকে বাঁচানো যায়নি। ফ্ল্যাটে তখন একাই ছিলেন মাশরুর। ফ্ল্যাটটির ভাড়াটিয়া তার বড় বোন বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান। তিনি বলেন, “বাসার সবাই গ্রামের বাড়িতে যাওয়ায় মাসরুর একাই ছিল।
“ছয়তলা ওই বাড়ির ষষ্ঠ তলা থেকে ধোঁয়া এবং পোড়ার গন্ধ পেয়ে বাড়িওয়ালা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।”
দরজা ভেঙে ঢুকে মাসরুরকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “যে ঘরটি থেকে মাসরুরকে উদ্ধার করা হয়, শুধু সেই ঘরের এসিসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছিল।” মাসরুরের বিষয়ে বিস্তারিত জানতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকবর বলেন, “ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘরে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”