ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

গুলশানের এক ক্লাবে কাঠের কুঠুরি, ছবির পেছনে, শৌচাগারে মিলল মদ

  • আপডেট সময় : ১২:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ক্লাবের মঞ্চে কাঠের কুঠুরিতে, ছবির পেছনে ও শৌচাগারের তালাবদ্ধ চেম্বার থেকে এসব উদ্ধার করা হয়।
র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল-মোমেন জানান, অভিযানে সাড়ে চার শতাধিক দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪০০–এর বেশি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
কর্নেল আবদুল্লাহ আরও জানান, ক্লাবের হলরুমে একটি মঞ্চ ছিল। সেখানে কার্পেট সরানোর পর একটি কাঠের কুঠুরি পাওয়া যায়। সেটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে দেখা যায় মদের বোতল রাখা। মঞ্চের পাশে একটি শৌচাগারের ভেতর সিলিং সরানোর পর তালাবদ্ধ গোপন চেম্বার পাওয়া যায়। সেখানেও মদের বোতল পাওয়া গেছে। এ ছাড়া দোতলা থেকে তিনতলা যেতে পেছনের দিকে সিঁড়ি রয়েছে। এর পাশে বড় একটি ছবি টাঙানো ছিল। সেই ছবি সরানোর পর আরও একটি গোপন চেম্বার পাওয়া যায়। সেই চেম্বারেও মদ পাওয়া গেছে। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুলশানের এক ক্লাবে কাঠের কুঠুরি, ছবির পেছনে, শৌচাগারে মিলল মদ

আপডেট সময় : ১২:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ক্লাবের মঞ্চে কাঠের কুঠুরিতে, ছবির পেছনে ও শৌচাগারের তালাবদ্ধ চেম্বার থেকে এসব উদ্ধার করা হয়।
র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল-মোমেন জানান, অভিযানে সাড়ে চার শতাধিক দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪০০–এর বেশি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
কর্নেল আবদুল্লাহ আরও জানান, ক্লাবের হলরুমে একটি মঞ্চ ছিল। সেখানে কার্পেট সরানোর পর একটি কাঠের কুঠুরি পাওয়া যায়। সেটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে দেখা যায় মদের বোতল রাখা। মঞ্চের পাশে একটি শৌচাগারের ভেতর সিলিং সরানোর পর তালাবদ্ধ গোপন চেম্বার পাওয়া যায়। সেখানেও মদের বোতল পাওয়া গেছে। এ ছাড়া দোতলা থেকে তিনতলা যেতে পেছনের দিকে সিঁড়ি রয়েছে। এর পাশে বড় একটি ছবি টাঙানো ছিল। সেই ছবি সরানোর পর আরও একটি গোপন চেম্বার পাওয়া যায়। সেই চেম্বারেও মদ পাওয়া গেছে। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।