সাজেদুর আবেদীন : পৃথিবীর বিবর্তনের উপর টিকে আছে
তোমার চোখ, মুখ
তোমার ঠোঁট ছোঁয়ার আগেই
তুমি উবে যাও কর্পূরের মতো
হয় না ছোঁয়া তোমায়
তোমার অন্তর্বাসের নিচে পৃথিবীর
নাগরিক হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি
রাষ্ট্রযন্ত্রকে পুঁজি করি
ভেঙে ফেলি শৃঙ্খল
হারিয়ে যায় প্রেমতন্ত্র
স্বৈরাচার হওয়ার আগেই
তোমার বুলেটে বিক্ষত হয় আমার দেহ
আমি পাপি, আমি গুনাহগার
জমজমের পানি পান করতে করতে
হার মানি মৃত্যুর কাছে
পাওয়া হয় না তোমাকে
পাওয়া হয় না তোমাকে
মৃত্যুরূপ দেখতে দেখতে ত্যাগ করি ইহলোক
গুনাহগার প্রেমিক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ