ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

  • আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য দিয়ে অনলাইনে ফল জানতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ/ৎবম/পযবপশ-বষবমরনষরষরঃু
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে এক লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে এক লাখ সাত হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান বিভাগে এক লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বাণিজ্য ও মানবিক বিভাগের সব শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদ জানান, গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। মুনাজ আহমেদ বলেন, ‘যেসব শিক্ষার্থীর মোবাইল ফোন নম্বরে সমস্যা রয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মোবাইল ফোন নম্বর পরিবর্তন করা যাবে। তবে সেবাটি সব শিক্ষার্থী পাবেন না। শুধু যোগ্য শিক্ষার্থীরাই নম্বর পরিবর্তন করে আবেদন করতে পারবেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য দিয়ে অনলাইনে ফল জানতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ/ৎবম/পযবপশ-বষবমরনষরষরঃু
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে এক লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে এক লাখ সাত হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান বিভাগে এক লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বাণিজ্য ও মানবিক বিভাগের সব শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদ জানান, গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। মুনাজ আহমেদ বলেন, ‘যেসব শিক্ষার্থীর মোবাইল ফোন নম্বরে সমস্যা রয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মোবাইল ফোন নম্বর পরিবর্তন করা যাবে। তবে সেবাটি সব শিক্ষার্থী পাবেন না। শুধু যোগ্য শিক্ষার্থীরাই নম্বর পরিবর্তন করে আবেদন করতে পারবেন।’