ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গুচ্ছে থাকছে না ববি, ভর্তি নিজস্ব পদ্ধতিতে

  • আপডেট সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে তারা। গত বুধবার (২৩ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র নিজস্ব ব্যবস্থাপনায় হবে। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি, কিন্তু সভায় সবাই একমত পোষণ করেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। রেজিস্ট্রার বলেন, গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা ও কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া- এ তিন কারণে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। এরইমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ নিয়ে জোরালো সমর্থন দিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্থিক খাতের ‘ডাকাতি’ খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠানোর আহ্বান :ড. ইউনূস

গুচ্ছে থাকছে না ববি, ভর্তি নিজস্ব পদ্ধতিতে

আপডেট সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বরিশাল সংবাদদাতা : গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে তারা। গত বুধবার (২৩ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র নিজস্ব ব্যবস্থাপনায় হবে। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি, কিন্তু সভায় সবাই একমত পোষণ করেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। রেজিস্ট্রার বলেন, গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা ও কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া- এ তিন কারণে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। এরইমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ নিয়ে জোরালো সমর্থন দিয়েছেন।