ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

গুগলে দেড় কোটি টাকা বেতনের চাকরি পেলেন দেবর্ষি

  • আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গুগলে বার্ষিক দেড় কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবর্ষি মৈত্র (২৩)। ছেলের এমন সাফল্যে খুশি তার মা-বাবা। দেবর্ষির বাবা বাদল মৈত্র বলেন, ‘ছোটবেলায় সন্তানদের মধ্যে সাফল্যের বীজ বুনে দিয়েছিলাম। এখন ওরা তার ফল পাচ্ছে। ছেলে-মেয়েদের স্বপ্ন দেখানো মা-বাবার কাজ। বাকিটা ওরা নিজেই সামলেছে।’
মা বকুল বলেন, ‘সন্তানের সাফল্যে যে কোনো মা-ই খুশি হন। আমিও ভীষণ খুশি, তবে ছেলে এতো দূরে থাকবে সেটা ভেবে একটু কষ্ট হচ্ছে।’
জানা যায়, ২০১৬ সালে নদিয়া জেলার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন মধ্যবিত্ত পরিবারের দেবর্ষি। পরে ওই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। চতুর্থ বর্ষের পরীক্ষার পর নিজেই যোগাযোগ করেন গুগলের সঙ্গে। অনলাইন পরীক্ষায় কয়েক ধাপ এগোনোর পর বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বেতনে চাকরি নিশ্চিত হয় তার। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

গুগলে দেড় কোটি টাকা বেতনের চাকরি পেলেন দেবর্ষি

আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : গুগলে বার্ষিক দেড় কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবর্ষি মৈত্র (২৩)। ছেলের এমন সাফল্যে খুশি তার মা-বাবা। দেবর্ষির বাবা বাদল মৈত্র বলেন, ‘ছোটবেলায় সন্তানদের মধ্যে সাফল্যের বীজ বুনে দিয়েছিলাম। এখন ওরা তার ফল পাচ্ছে। ছেলে-মেয়েদের স্বপ্ন দেখানো মা-বাবার কাজ। বাকিটা ওরা নিজেই সামলেছে।’
মা বকুল বলেন, ‘সন্তানের সাফল্যে যে কোনো মা-ই খুশি হন। আমিও ভীষণ খুশি, তবে ছেলে এতো দূরে থাকবে সেটা ভেবে একটু কষ্ট হচ্ছে।’
জানা যায়, ২০১৬ সালে নদিয়া জেলার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন মধ্যবিত্ত পরিবারের দেবর্ষি। পরে ওই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। চতুর্থ বর্ষের পরীক্ষার পর নিজেই যোগাযোগ করেন গুগলের সঙ্গে। অনলাইন পরীক্ষায় কয়েক ধাপ এগোনোর পর বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বেতনে চাকরি নিশ্চিত হয় তার। সূত্র: আনন্দবাজার পত্রিকা