ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

গুগলের ঘোষণার আগেই বাংলাদেশ থেকে ‘পিক্সেল ৭ প্রো’ ফাঁস!

  • আপডেট সময় : ১০:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : পিক্সেল ৭ প্রো ফোন নিয়ে গুগলের আনুষ্ঠানিক ঘোষণার আরও অন্তত এক মাস বাকি; অথচ বাংলাদেশ থেকে পোস্ট হল ‘গুগলের সর্বাধুনিক এই ফোনের’ ভিডিও!
‘গ্যাজেটফুল বিডি’ নামে উত্তরার একটি দোকান তাদের ফেইসবুক পেইজে ওই ভিডিও পোস্ট করেছে, যাকে তারা বলছে ‘আনবক্সিং’। ওই ভিডিওতে দেখানো ডিভাইস আসন্ন ‘গুগল পিক্সেল ৭ প্রো’ ডিভাইসের মতই বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ভিডিওতে দেখা যায়, ‘পিক্সেল ৭ প্রো’ লেখা গুগল-ব্র্যান্ডেড একটি বাক্স থেকে কালো রঙের একটি ডিভাইস বের করছেন কেউ একজন। ডিভাইসের পেছনে ছাপা রয়েছে গুগলের ‘জি (এ)’ লোগো। টেক এর পক্ষ থেকে এ বিষয়ে গ্যাজেটফুল বিডির সঙ্গে ফোনে যোগাযোগ করলে ভিডিওতে দেখানো ফোনটিকে গুগলের পিক্সেল ৭ প্রো বলেই দাবি করেন একজন মুখপাত্র। তবে তিনি নিজের নাম বা পদবী বলতে চাননি। বাংলাদেশে তারা কী করে এই ফোনটি পেলেন, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমাদের নিজেদের সোর্স ব্যবহার করে ফোনটি পেয়েছি।”
এর আগে বিভিন্ন সময়ে গুগলের এ ফোনটির রেন্ডার পাওয়া গেছে বিভিন্ন সাইটে। প্রশ্ন হল, ভিডিওর ফোনটির সঙ্গে ওইসব তথ্যের মিল কতটা? উত্তরে সেই মুখপাত্র বলেন, “এখন মোটামুটি নির্ভরযোগ্য তথ্যই ফাঁস হয়। আমরা আগে যা জেনেছি, এর সঙ্গে তার শতকরা ৯৫ ভাগ মিল আছে।” এ বছর মে মাসে অনুষ্ঠিত ‘আই/ও’ আয়োজনে সর্বপ্রথম ‘পিক্সেল ৭’ এবং ‘৭ প্রো’ ডিভাইস দেখায় গুগল। ‘পিক্সেল ওয়াচের’ পাশাপাশি এই ডিভাইস দুটি বাজারে আসতে পারে অক্টোবর মাসে। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুকে পোস্ট করা ভিডিওর ফোনটি মিলে যায় গুগলের ‘অফিসিয়াল রেন্ডারের’ সঙ্গে। পাশাপাশি, এর পেছনের দিকে আছে অ্যালুমিনিয়াম ক্যামেরা বার ও সেন্সরের জন্য দুটি ‘কাটআউট’। ডিভাইসের অ্যানিমেশনের সঙ্গে মিল আছে গুগল পিক্সেল ডিভাইস বুট করার সময় দেখানো মূল আনিমেশন সিকোয়েন্সের। এ ছাড়া, ‘ডিভাইস সেটআপ স্ক্রিন’-ও দেখা গেছে ভিডিওতে। ওই ভিডিও থেকে নতুন ডিভাইস সম্পর্কে বাড়তি কোনো তথ্য মেলেনি। এ ছাড়া, পোস্টের বিবরণীতেও নতুন কোনো তথ্য দেয়নি গ্যাজেটফুল বিডি।
এর আগে ‘বিক্রি হয়েছিল’ দুটি প্রোটোটাইপ : ‘পিক্সেল ৭’ ডিভাইসের দুটো প্রোটোটাইপ বিক্রির ঘটনা চিহ্নিত করেছে ভার্জ। এর একটি ঘটেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ইবে’-তে, যেখানে এক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে ডিভাইসটি বিক্রি করছিলেন। আর অন্য ঘটনায় সামাজিক মাধ্যম ‘রেডিট’-এ একজন দাবি করেছিলেন, ডিভাইসটি তিনি কিনেছেন ফেইসবুকের ‘মার্কেটপ্লেস’ থেকে। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শুরুতে গুগলের দেখানো নকশার সঙ্গে মিল রয়েছে ফাঁস হওয়া প্রতিটিডিভাইসের। তবে নতুন ভিডিও থেকে এই ইঙ্গিত মিলছে যে হয়ত ফোনটি উন্মোচনের খুব কাছাকাছি রয়েছে গুগল। আগের দুটো ফাঁস হওয়ার ঘটনায় ডিভাইসের পেছনে গুগলের লোগো দেখা যায়নি এবং পণ্যের কোনো প্যাকেজিংও ছিল না। উন্মোচনের আগ পর্যন্ত পিক্সেল ফোন গোপন রাখা নিয়ে কখনোই সুনাম ছিল না গুগলের। এ ছাড়া পিক্সেল ওয়াচের বেলায়ও ঘটেছে একই ধরনের ঘটনা। গুগলের নতুন উন্মোচন যেহেতু কাছাকাছিই বলা চলে, তাই আসন্ন ডিভাইসটি দেখতে কেমন হবে তা জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগলের ঘোষণার আগেই বাংলাদেশ থেকে ‘পিক্সেল ৭ প্রো’ ফাঁস!

আপডেট সময় : ১০:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : পিক্সেল ৭ প্রো ফোন নিয়ে গুগলের আনুষ্ঠানিক ঘোষণার আরও অন্তত এক মাস বাকি; অথচ বাংলাদেশ থেকে পোস্ট হল ‘গুগলের সর্বাধুনিক এই ফোনের’ ভিডিও!
‘গ্যাজেটফুল বিডি’ নামে উত্তরার একটি দোকান তাদের ফেইসবুক পেইজে ওই ভিডিও পোস্ট করেছে, যাকে তারা বলছে ‘আনবক্সিং’। ওই ভিডিওতে দেখানো ডিভাইস আসন্ন ‘গুগল পিক্সেল ৭ প্রো’ ডিভাইসের মতই বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ভিডিওতে দেখা যায়, ‘পিক্সেল ৭ প্রো’ লেখা গুগল-ব্র্যান্ডেড একটি বাক্স থেকে কালো রঙের একটি ডিভাইস বের করছেন কেউ একজন। ডিভাইসের পেছনে ছাপা রয়েছে গুগলের ‘জি (এ)’ লোগো। টেক এর পক্ষ থেকে এ বিষয়ে গ্যাজেটফুল বিডির সঙ্গে ফোনে যোগাযোগ করলে ভিডিওতে দেখানো ফোনটিকে গুগলের পিক্সেল ৭ প্রো বলেই দাবি করেন একজন মুখপাত্র। তবে তিনি নিজের নাম বা পদবী বলতে চাননি। বাংলাদেশে তারা কী করে এই ফোনটি পেলেন, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমাদের নিজেদের সোর্স ব্যবহার করে ফোনটি পেয়েছি।”
এর আগে বিভিন্ন সময়ে গুগলের এ ফোনটির রেন্ডার পাওয়া গেছে বিভিন্ন সাইটে। প্রশ্ন হল, ভিডিওর ফোনটির সঙ্গে ওইসব তথ্যের মিল কতটা? উত্তরে সেই মুখপাত্র বলেন, “এখন মোটামুটি নির্ভরযোগ্য তথ্যই ফাঁস হয়। আমরা আগে যা জেনেছি, এর সঙ্গে তার শতকরা ৯৫ ভাগ মিল আছে।” এ বছর মে মাসে অনুষ্ঠিত ‘আই/ও’ আয়োজনে সর্বপ্রথম ‘পিক্সেল ৭’ এবং ‘৭ প্রো’ ডিভাইস দেখায় গুগল। ‘পিক্সেল ওয়াচের’ পাশাপাশি এই ডিভাইস দুটি বাজারে আসতে পারে অক্টোবর মাসে। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুকে পোস্ট করা ভিডিওর ফোনটি মিলে যায় গুগলের ‘অফিসিয়াল রেন্ডারের’ সঙ্গে। পাশাপাশি, এর পেছনের দিকে আছে অ্যালুমিনিয়াম ক্যামেরা বার ও সেন্সরের জন্য দুটি ‘কাটআউট’। ডিভাইসের অ্যানিমেশনের সঙ্গে মিল আছে গুগল পিক্সেল ডিভাইস বুট করার সময় দেখানো মূল আনিমেশন সিকোয়েন্সের। এ ছাড়া, ‘ডিভাইস সেটআপ স্ক্রিন’-ও দেখা গেছে ভিডিওতে। ওই ভিডিও থেকে নতুন ডিভাইস সম্পর্কে বাড়তি কোনো তথ্য মেলেনি। এ ছাড়া, পোস্টের বিবরণীতেও নতুন কোনো তথ্য দেয়নি গ্যাজেটফুল বিডি।
এর আগে ‘বিক্রি হয়েছিল’ দুটি প্রোটোটাইপ : ‘পিক্সেল ৭’ ডিভাইসের দুটো প্রোটোটাইপ বিক্রির ঘটনা চিহ্নিত করেছে ভার্জ। এর একটি ঘটেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ইবে’-তে, যেখানে এক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে ডিভাইসটি বিক্রি করছিলেন। আর অন্য ঘটনায় সামাজিক মাধ্যম ‘রেডিট’-এ একজন দাবি করেছিলেন, ডিভাইসটি তিনি কিনেছেন ফেইসবুকের ‘মার্কেটপ্লেস’ থেকে। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শুরুতে গুগলের দেখানো নকশার সঙ্গে মিল রয়েছে ফাঁস হওয়া প্রতিটিডিভাইসের। তবে নতুন ভিডিও থেকে এই ইঙ্গিত মিলছে যে হয়ত ফোনটি উন্মোচনের খুব কাছাকাছি রয়েছে গুগল। আগের দুটো ফাঁস হওয়ার ঘটনায় ডিভাইসের পেছনে গুগলের লোগো দেখা যায়নি এবং পণ্যের কোনো প্যাকেজিংও ছিল না। উন্মোচনের আগ পর্যন্ত পিক্সেল ফোন গোপন রাখা নিয়ে কখনোই সুনাম ছিল না গুগলের। এ ছাড়া পিক্সেল ওয়াচের বেলায়ও ঘটেছে একই ধরনের ঘটনা। গুগলের নতুন উন্মোচন যেহেতু কাছাকাছিই বলা চলে, তাই আসন্ন ডিভাইসটি দেখতে কেমন হবে তা জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীদের।