ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গুঁড়া মসলার প্যাকেটে হেরোইন, নারী গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ পারভীন নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার হেফাজতে থাকা ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের এক মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে- এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গ্রেফতারকৃত পারভীন একজন মাদক ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রি করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৮ : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের কাছে ২ হাজার ২২৫টি ইয়াবা, আধা কেজি হেরোইন, প্রায় ১০ কেজি গাঁজা ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে বলে ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

গুঁড়া মসলার প্যাকেটে হেরোইন, নারী গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ পারভীন নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার হেফাজতে থাকা ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের এক মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে- এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গ্রেফতারকৃত পারভীন একজন মাদক ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রি করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৮ : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের কাছে ২ হাজার ২২৫টি ইয়াবা, আধা কেজি হেরোইন, প্রায় ১০ কেজি গাঁজা ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে বলে ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।