ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন

  • আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণে একাংশ ধ্বসে যাওয়া ভবনটি গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে ভেকু মেশিন দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এর আগে ২১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাসের প্রতিনিধি, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছিলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এটা দ্রুত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নিবো। তার এ ঘোষণার একদিন পর ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।
তার আগে ১৮ মার্চ সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার আর কে দাস রোডের ইলিয়াস দেওয়ানের স্ত্রী নাজমা দেওয়ানের মালিকানাধীন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ৯ জন। পরে ইকবাল হোসেন (৪০) ও শাহজাহান (৪০) নামে আরও দুই শ্রমিক মারা যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন

আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণে একাংশ ধ্বসে যাওয়া ভবনটি গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে ভেকু মেশিন দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এর আগে ২১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাসের প্রতিনিধি, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছিলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এটা দ্রুত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নিবো। তার এ ঘোষণার একদিন পর ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।
তার আগে ১৮ মার্চ সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার আর কে দাস রোডের ইলিয়াস দেওয়ানের স্ত্রী নাজমা দেওয়ানের মালিকানাধীন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ৯ জন। পরে ইকবাল হোসেন (৪০) ও শাহজাহান (৪০) নামে আরও দুই শ্রমিক মারা যায়।