ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

গিলেস্পির বকেয়া পরিশোধের দাবি প্রত্যাখ্যান করল পিসিবি

  • আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পির তোলা গুরুতর অভিযোগের জবাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি। বকেয়া পরিশোধের যে দাবি তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার, তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তারা। পিসিবি বিবৃতি দিয়ে রোববার জানায়, চার মাসের নোটিশ পিরিয়ড না দিয়েই হুট করে পদত্যাগ করেন গিলেস্পি। যা চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে পিসিবি আরও জানায়, চুক্তিতে দুই পক্ষের জন্য নোটিশ পিরিয়িড দেওয়ার কথা উল্লেখ ছিল। আর এই সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন গিলেস্পি। পাকিস্তানের গণমাধ্যমের খবর, কদিন আগে গিলেস্পির এজেন্ট বকেয়া পরিশোধের জন্য পিসিবির এইচআর বিভাগে মেইলও করেছে। এক দশক ধরে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গিলেস্পিকে ২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান।

কিন্তু অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট নিয়ে নানা অভিযোগ করে আসছেন গিলেস্পি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বকেয়া পরিশোধের দাবি তোলেন তিনি। “বিশদে না গিয়ে বলছি, হ্যাঁ, এখনও কাজের কিছু পারিশ্রমিকের অপেক্ষায় আছি। এটা কিছুটা হতাশাজনক, তবে আশা করি এটা শিগগিরই সমাধান করা যাবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিলেস্পির বকেয়া পরিশোধের দাবি প্রত্যাখ্যান করল পিসিবি

আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পির তোলা গুরুতর অভিযোগের জবাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি। বকেয়া পরিশোধের যে দাবি তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার, তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তারা। পিসিবি বিবৃতি দিয়ে রোববার জানায়, চার মাসের নোটিশ পিরিয়ড না দিয়েই হুট করে পদত্যাগ করেন গিলেস্পি। যা চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে পিসিবি আরও জানায়, চুক্তিতে দুই পক্ষের জন্য নোটিশ পিরিয়িড দেওয়ার কথা উল্লেখ ছিল। আর এই সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন গিলেস্পি। পাকিস্তানের গণমাধ্যমের খবর, কদিন আগে গিলেস্পির এজেন্ট বকেয়া পরিশোধের জন্য পিসিবির এইচআর বিভাগে মেইলও করেছে। এক দশক ধরে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গিলেস্পিকে ২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান।

কিন্তু অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট নিয়ে নানা অভিযোগ করে আসছেন গিলেস্পি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বকেয়া পরিশোধের দাবি তোলেন তিনি। “বিশদে না গিয়ে বলছি, হ্যাঁ, এখনও কাজের কিছু পারিশ্রমিকের অপেক্ষায় আছি। এটা কিছুটা হতাশাজনক, তবে আশা করি এটা শিগগিরই সমাধান করা যাবে।”