ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

গিলকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

  • আপডেট সময় : ০৫:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

শুভমান গিল- ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের স্কোয়াড কেমন হবে-সেই আলোচনা চলছিল কয়েকদিন ধরেই। যার কেন্দ্রে ছিলেন দেশটির বাকি দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল। অবশেষে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। বিশ্বকাপের জন্য ঘোষিত দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে রয়েছে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় দুই দলের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াডে গিলের পাশাপাশি বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাও। দুজনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ছিলেন। যদিও ইনজুরির জন্য শেষ দুই ম্যাচে খেলতে পারেননি গিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)

সর্বশেষ ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে শুভমান গিলকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি দিয়ে তিনি তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব পেতে যাচ্ছেন। কিন্তু বিপত্তি বাধায় গিলের সাম্প্রতিক ফর্ম। তাকে খেলাতে গিয়ে ওপেনিংয়ে জায়গা হারিয়েছিলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে গিল না থাকায় সেই জায়গাটি পাকাপোক্ত হলো স্যামসনের। তবে ব্যাক-আপ ওপেনার হিসেবে আছেন ইশান কিষাণ।

জিতেশ শর্মা বাদ পড়েছেন ইশান দলে ডাক পাওয়ার সুবাদে। বাঁ-হাতি এই উইকেটরক্ষক ব্যাটার সম্প্রতি অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝারখন্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছেন। যেখানে তার ব্যাটে এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১৭ রান। ১৯৭.৩২ স্ট্রাইকরেট এবং ৫৭.৪৪ গড়ে ব্যাট করেছেন ইশান। বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের সঙ্গে পেস বিভাগে আছেন হার্শিত রানা। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো আছেনই। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যথারীতি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

সানা/আপ্র/২০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিলকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

আপডেট সময় : ০৫:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের স্কোয়াড কেমন হবে-সেই আলোচনা চলছিল কয়েকদিন ধরেই। যার কেন্দ্রে ছিলেন দেশটির বাকি দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল। অবশেষে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। বিশ্বকাপের জন্য ঘোষিত দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে রয়েছে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় দুই দলের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াডে গিলের পাশাপাশি বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাও। দুজনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ছিলেন। যদিও ইনজুরির জন্য শেষ দুই ম্যাচে খেলতে পারেননি গিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)

সর্বশেষ ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে শুভমান গিলকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি দিয়ে তিনি তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব পেতে যাচ্ছেন। কিন্তু বিপত্তি বাধায় গিলের সাম্প্রতিক ফর্ম। তাকে খেলাতে গিয়ে ওপেনিংয়ে জায়গা হারিয়েছিলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে গিল না থাকায় সেই জায়গাটি পাকাপোক্ত হলো স্যামসনের। তবে ব্যাক-আপ ওপেনার হিসেবে আছেন ইশান কিষাণ।

জিতেশ শর্মা বাদ পড়েছেন ইশান দলে ডাক পাওয়ার সুবাদে। বাঁ-হাতি এই উইকেটরক্ষক ব্যাটার সম্প্রতি অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝারখন্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছেন। যেখানে তার ব্যাটে এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১৭ রান। ১৯৭.৩২ স্ট্রাইকরেট এবং ৫৭.৪৪ গড়ে ব্যাট করেছেন ইশান। বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের সঙ্গে পেস বিভাগে আছেন হার্শিত রানা। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো আছেনই। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যথারীতি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

সানা/আপ্র/২০/১২/২০২৫