ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ৩১ মন ওজনের কুমড়া

  • আপডেট সময় : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : এক কিংবা দুই মণ নয়, কুমড়াটির ওজন প্রায় ৩১ মণ! ইতালির কৃষক স্তেফানো কাতরুপি তাঁর খেতে এই কুমড়া ফলিয়েছেন। এটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গত শুক্রবার বলা হয়েছে, স্তেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা ১ হাজার ২২৬ কেজি, যা প্রায় ৩১ মণ! এর আগে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস ওই কুমড়া উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন।
ইতালির মধ্যাঞ্চল তুসকানির চিয়ান্তির রাদ্দা পৌর এলাকার বাসিন্দা স্তেফানো কাতরুপি এবার নিজের কুমড়ার খেতে বিশাল বড় বড় কুমড়া ফলিয়েছেন। গত মঙ্গলবার ইতালির শহর পিসার কাছে পেকিওলিতে কুমড়া উৎসবে সেই কুমড়াগুলো প্রদর্শনের জন্য নিয়ে আসেন স্তেফানো। সেই কুমড়াগুলোর একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। কাতরুপি ২০০৮ সাল থেকে বিশাল বড় বড় কুমড়া উৎপাদন করে আসছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, স্তেফানোর কুমড়াটি দেখতে ওই উৎসবে হাজির হন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা। কুমড়াটি দেখে তাঁরা নিশ্চিত হন, এটি প্রতিযোগিতার জন্য বেশ মানানসই। এরপর শুরু হয় মাপজোখ। উৎসবে ওঠা সব কুমড়াকে পেছনে ফেলে স্তেফানোর কুমড়াটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্বীকৃতি পায়। উৎসবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়া দুটিও স্তেফানোর। ওই দুটি কুমড়ার ওজন যথাক্রমে ৯৭৮ দশমিক ৯৯ কেজি ও ৭৯৪ দশমিক ৫১ কেজি। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্তেফানোর কুমড়াটিকে স্বীকৃতি দেয়।
স্তেফানো গত মার্চে আটলান্টিক জায়ান্ট প্রজাতির কুমড়ার গাছ নিজ খেতে লাগান। সেই গাছে ধরা কুমড়ার আকার-আকৃতি দেখে গত জুলাইয়ে স্তেফানো আভাস দিয়েছিলেন, সবচেয়ে ওজনদার কুমড়ার রেকর্ড এবার তাঁর ঘরেই আসছে। সেই আভাসই সত্য হলো।
আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে খুবই উচ্ছ্বসিত কাতরুপি স্তেফানো বলেছেন, ‘যখন আমি বিষয়টি নিশ্চিত হলাম, তখন বিস্ময়ে চিৎকার শুরু করেছিলাম।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ৩১ মন ওজনের কুমড়া

আপডেট সময় : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

প্রত্যাশা ডেস্ক : এক কিংবা দুই মণ নয়, কুমড়াটির ওজন প্রায় ৩১ মণ! ইতালির কৃষক স্তেফানো কাতরুপি তাঁর খেতে এই কুমড়া ফলিয়েছেন। এটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গত শুক্রবার বলা হয়েছে, স্তেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা ১ হাজার ২২৬ কেজি, যা প্রায় ৩১ মণ! এর আগে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস ওই কুমড়া উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন।
ইতালির মধ্যাঞ্চল তুসকানির চিয়ান্তির রাদ্দা পৌর এলাকার বাসিন্দা স্তেফানো কাতরুপি এবার নিজের কুমড়ার খেতে বিশাল বড় বড় কুমড়া ফলিয়েছেন। গত মঙ্গলবার ইতালির শহর পিসার কাছে পেকিওলিতে কুমড়া উৎসবে সেই কুমড়াগুলো প্রদর্শনের জন্য নিয়ে আসেন স্তেফানো। সেই কুমড়াগুলোর একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। কাতরুপি ২০০৮ সাল থেকে বিশাল বড় বড় কুমড়া উৎপাদন করে আসছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, স্তেফানোর কুমড়াটি দেখতে ওই উৎসবে হাজির হন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা। কুমড়াটি দেখে তাঁরা নিশ্চিত হন, এটি প্রতিযোগিতার জন্য বেশ মানানসই। এরপর শুরু হয় মাপজোখ। উৎসবে ওঠা সব কুমড়াকে পেছনে ফেলে স্তেফানোর কুমড়াটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্বীকৃতি পায়। উৎসবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়া দুটিও স্তেফানোর। ওই দুটি কুমড়ার ওজন যথাক্রমে ৯৭৮ দশমিক ৯৯ কেজি ও ৭৯৪ দশমিক ৫১ কেজি। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্তেফানোর কুমড়াটিকে স্বীকৃতি দেয়।
স্তেফানো গত মার্চে আটলান্টিক জায়ান্ট প্রজাতির কুমড়ার গাছ নিজ খেতে লাগান। সেই গাছে ধরা কুমড়ার আকার-আকৃতি দেখে গত জুলাইয়ে স্তেফানো আভাস দিয়েছিলেন, সবচেয়ে ওজনদার কুমড়ার রেকর্ড এবার তাঁর ঘরেই আসছে। সেই আভাসই সত্য হলো।
আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে খুবই উচ্ছ্বসিত কাতরুপি স্তেফানো বলেছেন, ‘যখন আমি বিষয়টি নিশ্চিত হলাম, তখন বিস্ময়ে চিৎকার শুরু করেছিলাম।’