বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শীত আসতে না আসতেই অনেকেই চিন্তায় পড়েছেন। কেননা শীতকালে ঠান্ডা পানি কীভাবে গরম করবেন সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। পানি গরম করে ব্যবহার করা বেশ ঝক্কির কাজ। কিন্তু তারপরও গোসল করা, হাত-মুখে ধোয়ার জন্য একটু গরম পানি হলে ভালোই হয়। পানি গরম করার জন্য বেশিরভাগ মানুষের পছন্দ গিজার। এই বৈদ্যুতিক যন্ত্রের দাম বেশ চড়া। আবার ইনস্টলেশন করাও ঝামেলার কাজ। এ ঝামেলা থেকে মুক্তি দেবে ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ।
যারা কম খরছে পানি গরম করতে চান তাদের প্রথম পছন্দ হতে পারে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ। এই বৈদ্যুতিক যন্ত্র খুব সহজেই বাসা-বাড়ির পানির কল বা ট্যাপে ইনস্টল করা যায়। বিদ্যুৎ সংযোগ দিয়ে সহজেই মেলে গরম পানি। খুব অল্প সময়ের মধ্যেই।
বাজারে এই পানি গরম করার যন্ত্র পাবেন ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ নামে। দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারবেন। তবে ইলেকট্রোনিক্স পণ্যের দোকান থেকে দেখে-শুনে কেনাই ভালো।
হট ওয়াটার ট্যাপের সুবিধা: খুব সহজেই এবং দ্রুততার সঙ্গে পানি গরম করা যায়। পানির কলের সঙ্গেই স্থাপন করা যায়। সহজেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। বাথরুমের পাশাপাশি হাত-মুখ ধোয়ার বেসিন কিংবা কিচেন সিংকে স্থাপন করা যায়। ছোট আকারের এই পানি গরম করার যন্ত্র স্থাপন করতে মেকানিকের প্রয়োজন নেই। শীতকাল চলে গেলে অনায়াসেই খুলে ফেলা যায়। এটি বিদ্যুৎ সাশ্রয়ী। পানি কতটা গরম হবে ওই তাপমাত্রা নির্ধারণ করে দেওয়া যায়।
হট ওয়াটার ট্যাপ ব্যবহারে সতর্কতা: যেহেতু এটা বৈদ্যুতিক যন্ত্র সেহেতু সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে, বিশেষ করে পানি গরম হয়ে গেলে বন্ধ করে রাখা উচিত। মেশিন চালু অবস্থায় ট্যাপ চালু না করাই ভালো। সব সময় পাওয়ার অন রাখা উচিত নয়। ভেজা হাতে কখনোই প্লাগ স্পর্শ করা যাবে না।
হট ওয়াটার ট্যাপের দাম: ব্র্যান্ড ও মডেলভেদে এই যন্ত্রের দাম ২ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে বাজারে পাওয়া যায়।


























