ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

গায়ে আগুন দিয়ে আফগান শরণার্থীর প্রতিবাদ

  • আপডেট সময় : ১১:১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের জন্য ইন্দোনেশিয়ায় সাত বছর ধরে অপেক্ষা করছেন এক আফগান অভিবাসনপ্রত্যাশী। কিন্তু তাঁর অপেক্ষার পালা শেষই হচ্ছে না। গত মঙ্গলবার নিজের গায়ে আগুন দিয়ে এর প্রতিবাদ করেন তিনি। স্থানীয় একজন শরণার্থী সমন্বয়কের বরাতে গতকাল বুধবার এএফপি এ খবর জানিয়েছে। ওই ব্যক্তির শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
শরণার্থীবিষয়ক সমন্বয়ক মুহাম্মদ জুমা বলেন, সুমাত্রা দ্বীপে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কার্যালয়ের সামনে এদিন বেশ কিছু আফগান শরণার্থী বিক্ষোভ শুরু করেন। তাতে অংশ নেন ওই ব্যক্তি। বিক্ষোভ-প্রতিবাদ চলাকালে তিনি গায়ে আগুন ধরিয়ে দেন। ইন্দোনেশিয়ায় হাজার হাজার শরণার্থী আটকা পড়েছেন। অর্ধেক আফগানিস্তান থেকে যাওয়া। তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের অপেক্ষায় তাঁরা। এদিকে দেশটির সরকার এসব শরণার্থীকে বৈধভাবে দেশটিতে কাজ করার সুযোগ দিচ্ছে না। এতে করে এসব শরণার্থী ক্ষুব্ধ হয়ে এমন প্রতিবাদ করেন।
গায়ে আগুন দেওয়া ওই ব্যক্তি ২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়া রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় শরণার্থীবিষয়ক সমন্বয়ক মুহাম্মদ জুমা। জুমা বলেন, সাম্প্রতিক বছরগুলোয় অন্তত ১৪ জন আফগান শরণার্থী আত্মহত্যা করেন। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা করেন আরও ছয়জন। তাঁদের কষ্ট লাঘবের জন্য ইন্দোনেশিয়ার সরকার ও জাতিসংঘকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মুখপাত্র মিত্র সালিমা বলেন, এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

গায়ে আগুন দিয়ে আফগান শরণার্থীর প্রতিবাদ

আপডেট সময় : ১১:১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের জন্য ইন্দোনেশিয়ায় সাত বছর ধরে অপেক্ষা করছেন এক আফগান অভিবাসনপ্রত্যাশী। কিন্তু তাঁর অপেক্ষার পালা শেষই হচ্ছে না। গত মঙ্গলবার নিজের গায়ে আগুন দিয়ে এর প্রতিবাদ করেন তিনি। স্থানীয় একজন শরণার্থী সমন্বয়কের বরাতে গতকাল বুধবার এএফপি এ খবর জানিয়েছে। ওই ব্যক্তির শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
শরণার্থীবিষয়ক সমন্বয়ক মুহাম্মদ জুমা বলেন, সুমাত্রা দ্বীপে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কার্যালয়ের সামনে এদিন বেশ কিছু আফগান শরণার্থী বিক্ষোভ শুরু করেন। তাতে অংশ নেন ওই ব্যক্তি। বিক্ষোভ-প্রতিবাদ চলাকালে তিনি গায়ে আগুন ধরিয়ে দেন। ইন্দোনেশিয়ায় হাজার হাজার শরণার্থী আটকা পড়েছেন। অর্ধেক আফগানিস্তান থেকে যাওয়া। তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের অপেক্ষায় তাঁরা। এদিকে দেশটির সরকার এসব শরণার্থীকে বৈধভাবে দেশটিতে কাজ করার সুযোগ দিচ্ছে না। এতে করে এসব শরণার্থী ক্ষুব্ধ হয়ে এমন প্রতিবাদ করেন।
গায়ে আগুন দেওয়া ওই ব্যক্তি ২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়া রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় শরণার্থীবিষয়ক সমন্বয়ক মুহাম্মদ জুমা। জুমা বলেন, সাম্প্রতিক বছরগুলোয় অন্তত ১৪ জন আফগান শরণার্থী আত্মহত্যা করেন। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা করেন আরও ছয়জন। তাঁদের কষ্ট লাঘবের জন্য ইন্দোনেশিয়ার সরকার ও জাতিসংঘকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মুখপাত্র মিত্র সালিমা বলেন, এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।