ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

গার্মেন্টে কমছে নারী শ্রমিক

  • আপডেট সময় : ১২:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: দেশের গার্মেন্ট খাতে নারী শ্রমিকের সংখ্যা কমছে। ১৯৯০ সালে গার্মেন্ট শিল্পে নারী শ্রমিক ছিল ৮০ শতাংশ। এখন কমে ৫০ শতাংশে এসেছে। প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়ছেন গার্মেন্টসে কর্মরত নারীরা। গতকাল সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সি-ক্যাবের নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, গার্মেন্টস খাত থেকে চাকরি হারালে অন্যখানে সে রকম কাজ পাচ্ছেন না নারীরা। তাতে সামাজিক বৈষম্য আরও বাড়তে পারতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১ হাজারের বেশি নমুনা নিয়ে পরিচালিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, ৭৫ শতাংশ গার্মেন্টস কর্মী মনে করেন পুরুষরা ভালো ব্যবস্থাপক। উচ্চপদে নারীর চেয়ে পুরুষের অংশগ্রহণ বেশি। নারীরা কাজে বেশি মনোযোগী। তার পরও গার্মেন্টসে অত্যাধুনিক মেশিন আসায় নারীরা কাজ হারাচ্ছেন। প্রশিক্ষণেও নারীদের অংশগ্রহণ কম। নারীরা তাদের আয় পরিবারের পেছনে বেশি ব্যয় করেন বলে গবেষণায় উঠে এসেছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুল হকের ওপর নৃশংস হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে

গার্মেন্টে কমছে নারী শ্রমিক

আপডেট সময় : ১২:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

নারী ও শিশু ডেস্ক: দেশের গার্মেন্ট খাতে নারী শ্রমিকের সংখ্যা কমছে। ১৯৯০ সালে গার্মেন্ট শিল্পে নারী শ্রমিক ছিল ৮০ শতাংশ। এখন কমে ৫০ শতাংশে এসেছে। প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়ছেন গার্মেন্টসে কর্মরত নারীরা। গতকাল সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সি-ক্যাবের নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, গার্মেন্টস খাত থেকে চাকরি হারালে অন্যখানে সে রকম কাজ পাচ্ছেন না নারীরা। তাতে সামাজিক বৈষম্য আরও বাড়তে পারতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১ হাজারের বেশি নমুনা নিয়ে পরিচালিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, ৭৫ শতাংশ গার্মেন্টস কর্মী মনে করেন পুরুষরা ভালো ব্যবস্থাপক। উচ্চপদে নারীর চেয়ে পুরুষের অংশগ্রহণ বেশি। নারীরা কাজে বেশি মনোযোগী। তার পরও গার্মেন্টসে অত্যাধুনিক মেশিন আসায় নারীরা কাজ হারাচ্ছেন। প্রশিক্ষণেও নারীদের অংশগ্রহণ কম। নারীরা তাদের আয় পরিবারের পেছনে বেশি ব্যয় করেন বলে গবেষণায় উঠে এসেছে।