ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

‘গার্ড অব অনার’ ছাড়াই মুক্তিযোদ্ধাকে দাফনের ঘটনা তদন্তের নির্দেশ

  • আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের বাজিতপুরে ‘গার্ড অব অনার’ ছাড়াই মুক্তিযোদ্ধা দাফনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) এ বিষয়ে তদন্ত করতে বলেছেন আদালত। একইসঙ্গে ওই ঘটনায় ইউএনও দায়ী কিনা তা খুঁজে বের করতে বলেছেন আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। এর আগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ ছাড়া দাফনের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৩১ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। রিট আবেদনে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারের কবরস্থানে দ্রুত ‘গার্ড অব অনার’ প্রদানের নির্দেশনা চাওয়া হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ ফেব্রুয়ারি ঘটনাটি তদন্তে কেন নির্দেশ দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। জানা গেছে, গত ২৮ জানুয়ারি রাতে বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এ জন্য ওই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া যায়নি। পরে ২৯ জানুয়ারি বিকালে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গার্ড অব অনার’ ছাড়াই মুক্তিযোদ্ধাকে দাফনের ঘটনা তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের বাজিতপুরে ‘গার্ড অব অনার’ ছাড়াই মুক্তিযোদ্ধা দাফনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) এ বিষয়ে তদন্ত করতে বলেছেন আদালত। একইসঙ্গে ওই ঘটনায় ইউএনও দায়ী কিনা তা খুঁজে বের করতে বলেছেন আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। এর আগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ ছাড়া দাফনের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৩১ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। রিট আবেদনে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারের কবরস্থানে দ্রুত ‘গার্ড অব অনার’ প্রদানের নির্দেশনা চাওয়া হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ ফেব্রুয়ারি ঘটনাটি তদন্তে কেন নির্দেশ দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। জানা গেছে, গত ২৮ জানুয়ারি রাতে বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এ জন্য ওই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া যায়নি। পরে ২৯ জানুয়ারি বিকালে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।