নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে খেলার মাঠ, পার্ক, বাজারসহ বিভিন্ন স্থাপনা তৈরি করতে যে জমি প্রয়োজন, সে কথা গানে গানে প্রধানমন্ত্রীকে জানালেন মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল রোববার রাজধানীর কাঁচকুড়া এলাকায় উত্তর সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গানের সুরে সুরে বলেন, “পরের জায়গা পরের জমি…ঘর বানাইয়া আমি রই,,,আমি তো সেই ঘরের মালিক নই।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন অনুষ্ঠানে। মেয়রের গান শুনে তিনি হাত তালি দিয়ে স্বাগত জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমি না, আপনি হলেন ঘরের মালিক। আমি করজোড়ে হাত তুলে আপনাকে বলব- এই এলাকার জন্য যদি পার্ক, মাঠ করতে চাই একটু জায়গায়ও সিটি করপোরেশনের নাই।
“এগুলো (জায়গা) প্রত্যেকটি সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আছে। আপনি আমাদের জায়গা দিন, আমরা নিজ খরচে সব করে নিতে পারব।”
ঢাকার পূর্বাঞ্চল বালি দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, “ড্রেজার লাগিয়ে দিচ্ছে। নির্বিচারে তারা খাল দখল করে ফেলছে। এখনই সময়, আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে ২৯টি খালকে আমরা আবার উদ্ধার করব। এই খালের মধ্যে নৌকা চলবে।”
আতিকুল ইসলাম জানান, ডিএনসিসির নতুন অঞ্চলের উন্নয়নে ২৬ হাজার ৫৩৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রাথমিকভাবে ৪ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেজন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামও উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে।
গানে গানে জমি চাইলেন মেয়র আতিক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ