প্রত্যাশা ডেস্ক : পডকাস্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খানের করা একটি মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গেছে, ‘গাধা কখনো জেব্রা হতে পারে না, গাধা গাধাই থেকে যায়।’
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেন ইমরান। একপর্যায়ে তিনি তাঁর যুক্তরাজ্যে থাকাকালীন স্মৃতিগুলো তুলে ধরেন।
ইমরান খান বলেন, ‘যুক্তরাজ্যে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। তবে আমি কখনোই এটিকে আমার দেশ বলে মনে করিনি। আমি সব সময়ই পাকিস্তানি।’
ইমরান বলতে থাকেন, ‘গাধার গায়ে ডোরা কাটা দাগ এঁকে দিলেই গাধা জেব্রা হয়ে যাবে না। গাধা গাধাই থেকে যাবে।’
পডকাস্টটি শেষ হওয়ার পরপরই ইমরানের মন্তব্যটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ওই ভিডিও ক্লিপটি ৩ লাখ ৬৩ হাজারবার দেখা হয়েছে। বিশ্বজুড়ে নেটিজেনরা সেখানে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। টুইটারে একজন লিখেছেন, ‘শাহবাজ শরিফ আমাদের ভিক্ষুক বলে ডাকেন। আর ইমরান খান ডাকেন গাধা বলে। মাশা আল্লাহ, এমন উদ্বুদ্ধকারী নেতাদের পেয়ে আমরা পাকিস্তানিরা ধন্য।’ আরেকজন ভিডিও ক্লিপটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘তিনি নিজেকে নিজে গাধা বলছেন।’
‘গাধা গাধাই থেকে যায়’, ইমরানের মন্তব্য ভাইরাল
                                 ট্যাগস :  
                                গাধা গাধাই থেকে যায়’                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                 
																			 
										

























