আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার নিহত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়ার সরকারি একটি সূত্র ও ঐক্য সরকারের একটি সূত্র গত রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।
২০১১ সালে লিবিয়ায় নেটো জোট সমর্থিত এক অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। ওই সময় সাদি প্রতিবেশী নাইজারে পালিয়ে যান, কিন্তু ২০১৪ সালে তাকে লিবিয়ার কাছে সমর্পণ করা হয় আর তারপর থেকে তিনি ত্রিপোলিতে বন্দি ছিলেন।
মুক্তি পাওয়ার পরপরই সাদি বিমানযোগে ইস্তাম্বুল চলে গেছেন বলে সরকারি সূত্রটি রয়টার্সকে জানিয়েছেন। গাদ্দাফি জমানার অবসানের পর থেকেই লিবিয়া বিশৃঙ্খলা, বিভক্তি ও সহিংসতায় জর্জরিত হয়ে আছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় মার্চে দেশটিতে জাতীয় ঐক্য সরকার স্থাপিত হয়। এই সরকারের অধীনে ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
সরকারি সূত্রটি জানিয়েছে, জ্যেষ্ঠ উপজাতীয় নেতা ও প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডিবেইবির মধ্যে আলোচনার ফলশ্রুতিতে সাদি মুক্তি পান। এই আলোচনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগাও ছিলেন বলে জানিয়েছে অপর সূত্র। ২০১৮ সালে লিবিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছিল, ‘খুন, প্রতারণা, হুমকি, দাসত্ব ও সাবেক খেলোয়াড় বশির রায়ানির মানহানির’ অভিযোগে সাদি গাদ্দাফি দোষী সাব্যস্ত হননি।
জুলাইতে নিউ ইয়র্ক টাইমস জানায়, তারা সাদির ভাই সাইফ আল ইসলাম গাদ্দাফির সাক্ষাৎকার নিয়েছে। সাইফ কয়েক বছর ধরে জিনতান শহরে বন্দি হয়ে আছেন। ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সাইফ প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে তার সমর্থকরা।
গাদ্দাফি পুত্র সাদি গাদ্দাফিকে মুক্তি দিয়েছে লিবিয়া
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ