নিজস্ব প্রতিবেদক : গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গাজী মাজহারুল আনোয়ার তার সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন, বিশেষ করে সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’- এর মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার রোববার ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। রাষ্ট্রপতি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ