ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

গাজী মাজহারুলের মৃত্যুতে তারকাদের শোক

  • আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। এরই মধ্যে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকা সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি প্রয়াত গীতিকারের আত্মার মাগফিরাত কামনা করেছেন। খ্যাতিমান গীতিকার কবির বকুল লিখেছেন, ‘বাংলা গানের কিংবদন্তি গীতিকবি শ্রদ্ধাভাজন গাজী মাজহারুল আনোয়ার, যিনি নিজেই একটি ইনস্টিটিউশন, আর আমি সেই ইনস্টিটিউশনের ছাত্র। তিনি ছিলেন বটবৃক্ষ। আমি সেই বটবৃক্ষের ছায়ায় সুশীতল হয়েছি। আজ সকালে তিনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আমি হয়ে গেলাম অভিভাবকশূন্য।’ চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’
গায়ক আসিফ আকবর লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজী চাচার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’ একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’ চিত্রনায়ক নিরব হোসেন লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’ গায়ক ইমরান মাহমুদুল লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্যারের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’
রবিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা গাজী মাজহারুল আনোয়ারকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গীতিকারের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুত্রবধূ শাহানা মির্জা। তিনি জানিয়েছেন, অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখে বলেন, তাঁর পালস পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারের বেশি গান রচনা করেছেন। পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। গান রচনার পাশাপাশি ৪১টি সিনেমা পরিচালনা এবং বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গাজী মাজহারুলের মৃত্যুতে তারকাদের শোক

আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। এরই মধ্যে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকা সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি প্রয়াত গীতিকারের আত্মার মাগফিরাত কামনা করেছেন। খ্যাতিমান গীতিকার কবির বকুল লিখেছেন, ‘বাংলা গানের কিংবদন্তি গীতিকবি শ্রদ্ধাভাজন গাজী মাজহারুল আনোয়ার, যিনি নিজেই একটি ইনস্টিটিউশন, আর আমি সেই ইনস্টিটিউশনের ছাত্র। তিনি ছিলেন বটবৃক্ষ। আমি সেই বটবৃক্ষের ছায়ায় সুশীতল হয়েছি। আজ সকালে তিনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আমি হয়ে গেলাম অভিভাবকশূন্য।’ চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’
গায়ক আসিফ আকবর লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজী চাচার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’ একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’ চিত্রনায়ক নিরব হোসেন লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’ গায়ক ইমরান মাহমুদুল লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্যারের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’
রবিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা গাজী মাজহারুল আনোয়ারকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গীতিকারের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুত্রবধূ শাহানা মির্জা। তিনি জানিয়েছেন, অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখে বলেন, তাঁর পালস পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারের বেশি গান রচনা করেছেন। পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। গান রচনার পাশাপাশি ৪১টি সিনেমা পরিচালনা এবং বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।