গাজীপুর সংবাদদাতা: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটোছুটি শুরু করেন।
খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়ায় জয়দেবপুর, শ্রীপুরসহ আশেপাশের ফায়ার স্টেশনের আরো ৭টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের লেলিহান দেখা গেছে। কিছু বুঝে ওঠার আগেই ধোয়া উঠতে থাকে। মহাসড়কের পাশের লোকজন ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এসি/আপ্র/১৯/১১/২০২৫




















