গাজীপুর সংবাদাতা: গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযান চালিয়ে গাজীপুর-৩ আসন থেকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় এনামুল হক মোল্লা ঘর তল্লাশি করে বিদেশি পিস্তল, ওয়াকি টকি,ম্যাগজিন ও গুলি উদ্ধার করে যৌথবাহিনী।
বুধবার (০৫ নভেম্বর) দিবাগত রাত ২টা দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুর সেনাক্যাম্পের মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যমতে এনামুল হক মোল্লার বহুতল ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুই ইলেকট্রনিক শক মেশিন, একটি হ্যামার নীলগান ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। যৌথ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানায়, এনামুল এক সময় এলাকায় আতঙ্ক ছিলেন। তার নিজস্ব অস্ত্রধারী বাহিনী ছিল। তার নামে একাধিক মামলা রয়েছে। পরে আওয়ামী লীগ আমলে কৌশলে সৌদিআরবে চলে যান। গত বছর ৫ আগস্টের পর দেশের পট পরিবর্তন হলে সৌদিআরব থেকে দেশে ফিরেন। দেশে ফিরেই বিএনপি থেকে গাজীপুর ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে এলাকায় পোস্টার ও গণসংযোগ শুরু করেন। এর পর আস্তে আস্তে তার পুরানো বাহিনীগুলো সক্রিয় করতে থাকেন। তারা বলেন বিএনপি-গাজীপুর ৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়ন নিশ্চিত করলে এনামুল হক মোল্লা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দেন।
ওআ/আপ্র/০৬/১১/২০২৫




















