ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

গাজীপুরে শ্রমিক অসন্তোষে দুই কারখানা বন্ধ ঘোষণা

  • আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুর সংবাদদাতা : শ্রমিকদের কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতা করায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুইটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকালে শ্রমিকরা গেটের সামনে গেলে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এনিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, মামুন নিটওয়্যার লিমিটেড এবং এম এম নিটওয়্যার লিমিটেডের গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা ২৯ এপ্রিল সকালে কারখানায় প্রবেশ করেন। পরে তারা ইচ্ছাকৃতভাবে কাজের প্রতি অবাধ্যতা প্রকাশ, অবৈধভাবে কাজ বন্ধ এবং উচ্ছৃঙ্খলতা করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজ করার অনুরোধ করা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়া উপস্থিত হয়েও শ্রমিকরা কাজ করা থেকে বিরত থাকেন।

এছাড়া গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে বেরিয়ে যায়। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৩০ এপ্রিল সকাল ৮ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী-২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটির গার্মেন্টস ডিভিশনের সব সেকশন বন্ধ ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে। সকাল থেকে কারখানার সামনে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে। এছাড়া শ্রমিকরা কারখানার সামনেও জড়ো হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিক অসন্তোষে দুই কারখানা বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুর সংবাদদাতা : শ্রমিকদের কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতা করায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুইটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকালে শ্রমিকরা গেটের সামনে গেলে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এনিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, মামুন নিটওয়্যার লিমিটেড এবং এম এম নিটওয়্যার লিমিটেডের গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা ২৯ এপ্রিল সকালে কারখানায় প্রবেশ করেন। পরে তারা ইচ্ছাকৃতভাবে কাজের প্রতি অবাধ্যতা প্রকাশ, অবৈধভাবে কাজ বন্ধ এবং উচ্ছৃঙ্খলতা করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজ করার অনুরোধ করা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়া উপস্থিত হয়েও শ্রমিকরা কাজ করা থেকে বিরত থাকেন।

এছাড়া গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে বেরিয়ে যায়। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৩০ এপ্রিল সকাল ৮ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী-২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটির গার্মেন্টস ডিভিশনের সব সেকশন বন্ধ ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে। সকাল থেকে কারখানার সামনে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে। এছাড়া শ্রমিকরা কারখানার সামনেও জড়ো হয়নি।