গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা এবং কাশিমপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত এবং বুধবার ভোরে এসব ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভোরে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন বলেন, ‘ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়।’
এ বিষয়ে জানতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খানকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
অপরদিকে, কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার ওই সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৮টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
এসি/আপ্র/১২/১১/২০২৫






















