গাজীপুর প্রতিনিধি: গাজীপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য নিউ নেশন পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম বাদামির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্রোহী কবি স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য মোঃ দেলোয়ার হোসেন, এটিএন নিউজ ও এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার, প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাংবাদিক বায়েজিদ হোসেন, সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, বিটিভির গীতিকার মোশাররফ হোসেন কায়েস, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।
সানা/আপ্র/০৬/১২/২০২৫


























