আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রক্রিয়া চলমান থাকাকালীনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। গত শনিবার (১১ জানুয়ারি) এই বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকের পর সফরের জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রেরণের নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। ওই দলে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রয়েছেন। হামাসের জিম্মায় গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্দেশে তাদের প্রেরণ করা হচ্ছে।
শনিবার এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও নেতানিয়াহুর মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি সাধিত হয়েছে।
২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই গাজায় যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের লক্ষ্যে বাড়তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। এই চুক্তির মধ্যে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতানিয়াহুর প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জিম্মিদের স্বজনরা। হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত জিম্মি ও নিখোঁজদের পরিবারের সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক সুযোগ’ বলে আখ্যায়িত করা হয়।