ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা!

  • আপডেট সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যশা ডেস্ক: গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দু’টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংগঠনটি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, নেটিভোট শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে ছোড়া দু’টি রকেটের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকানো হয়েছে, অপরটি জনবসতিহীন খোলা এলাকায় গিয়ে পড়েছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও লড়াই অব্যাহত রেখেছে প্রতিরোধ যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলের দিকে বিচ্ছিন্নভাবে রকেট হামলার ঘটনা ঘটছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো আটকানো সম্ভব হয়েছে বা খোলা এলাকায় পড়েছে বলে জানায় ইসরায়েল কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন নিহত এবং ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ওআ/আপ্র/০৭/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য প্রস্তুত রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা!

আপডেট সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যশা ডেস্ক: গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দু’টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংগঠনটি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, নেটিভোট শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে ছোড়া দু’টি রকেটের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকানো হয়েছে, অপরটি জনবসতিহীন খোলা এলাকায় গিয়ে পড়েছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও লড়াই অব্যাহত রেখেছে প্রতিরোধ যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলের দিকে বিচ্ছিন্নভাবে রকেট হামলার ঘটনা ঘটছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো আটকানো সম্ভব হয়েছে বা খোলা এলাকায় পড়েছে বলে জানায় ইসরায়েল কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন নিহত এবং ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ওআ/আপ্র/০৭/০৯/২০২৫