আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে ছাড়া জ্বলন্ত বেলুনের জবাবে ফিলিস্তিনি ভূখ-টির শাসক দল হামাসের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গতকাল রোববার ভোররাতে এসব হামলা হয় বলে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজা থেকে ইসরায়েলের সীমান্তের ভেতরে জ্বলন্ত বেলুন পাঠানোর পর হামাসের একটি অস্ত্র তৈরির কারখানা ও দলটির ব্যবহার করা একটি টানেল লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
এই বিমান হামলায় কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর হয়নি। মে-তে গাজা থেকে ছোড়া রকেটের জবাবে উপকূলীয় ওই ফিলিস্তিনি ভূখ-জুড়ে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিনের লড়াইয়ে অন্তত ২৫০ জন ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি নিহত হয়েছিল।
কিন্তু সম্প্রতি সীমান্তজুড়ে সহিংসতা বৃদ্ধিতে ওই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার দশায় রয়েছে। চলতি মাসে কাতারের ত্রাণ সহায়তা গাজায় পাঠানো পুনরায় শুরু করার ঘোষণা দেয় ইসরায়েল। তাদের এ সিদ্ধান্ত যুদ্ধবিরতিকে বলিষ্ঠ করবে বলে মনে করেছিলেন পর্যবেক্ষকরা, কিন্তু তাতে সীমান্তজুড়ে সহিংসতা কমেনি।
গাজার ওপর ইসরায়েলের আরোপ করে রাখা কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে গাজা-ইসরায়েল সীমান্তে প্রতিবাদ ফের শুরু করবে বলে শনিবার জানিয়েছে হামাস। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ওই দিন রাতে সীমান্ত বরাবর ফিলিস্তিনিরা জড়ো হয়ে বিস্ফোরক ও জ্বলন্ত টায়ার ছুড়লে ‘দাঙ্গা নিয়ন্ত্রণে’ তাদের সেনারা ব্যবস্থা গ্রহণ করে।
গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গাজায় হামাসের স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ