আন্তর্জাতিক ডেস্ক: গাজায় তীব্র শীত ও চরম মানবিক সংকটের মধ্যে ৭ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর করুণ মৃত্যু হয়েছে। তীব্র ঠান্ডায় জমে গিয়ে শিশুটির হৃদস্পন্দন থেমে যায়। এ নিয়ে চলতি শীতে গাজায় ঠান্ডাজনিত কারণে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গাজা সিটির আল-দারাজ এলাকায় শাজা আবু জারাদ নামের ওই শিশুটির মৃত্যু হয় বলে তুর্কি সংবাদ সংস্থা টিআরটি ওয়াল্ডের প্রতিবেদন থেকে জানা যায়।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, জরাজীর্ণ তাবু ও আশ্রয়কেন্দ্রগুলোতে প্রচণ্ড শীতে মৃতের সংখ্যা ৩০-এর কাছাকাছি পৌঁছেছে। নিহতদের সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যারা অস্থায়ী শিবিরে মানবেতর জীবনযাপন করছিলেন।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের ফলে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে তাবু বা জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে পর্যাপ্ত কম্বল, গরম কাপড় বা ঘর উষ্ণ রাখার মতো কোনো ব্যবস্থা নেই।
ত্রাণ কর্মকর্তাদের অভিযোগ, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে তাবু ও মোবাইল হোমের মতো জরুরি আশ্রয়সামগ্রী প্রবেশেও বাধা দিচ্ছে তারা।
গাজার মিডিয়া অফিস আরো জানিয়েছে, সাম্প্রতিক ঝড়ে উপত্যকাটির প্রায় ৭ হাজার তাবু ধ্বংস হয়ে গেছে। ফলে তীব্র শীতে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৭০,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে বাধ্য করেছে।
এসি/আপ্র/২১/০১/২০২৬




















