ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: মরক্কোর বন্দরনগরী তাংজিয়ারে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল জনতা ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা হাতে মিছিল করছে।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাজার গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চাওয়া ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’র প্রতি সমর্থন প্রকাশ করছে।

এই বিক্ষোভটি মরক্কোতে চলমান ফিলিস্তিনপন্থী গণআন্দোলনেরই সর্বশেষ বহিঃপ্রকাশ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র‍্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। পোস্টার-ব্যানার-স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা।

সূত্র: আল জাজিরা

ওআ/আপ্র/২১/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: মরক্কোর বন্দরনগরী তাংজিয়ারে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল জনতা ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা হাতে মিছিল করছে।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাজার গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চাওয়া ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’র প্রতি সমর্থন প্রকাশ করছে।

এই বিক্ষোভটি মরক্কোতে চলমান ফিলিস্তিনপন্থী গণআন্দোলনেরই সর্বশেষ বহিঃপ্রকাশ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র‍্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। পোস্টার-ব্যানার-স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা।

সূত্র: আল জাজিরা

ওআ/আপ্র/২১/০৯/২০২৫