ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জাতিসংঘের

  • আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক -ছবি রয়টার্স

প্রত্যাশা ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে অবিলম্বে গাজা সিটিতে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শুরু হওয়া স্থল অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আরো অনেক অপরাধের প্রমাণ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে গাজায় ইসলায়েলের রাতভর ভারি বিমান হামলার পর সেখানকার পরিস্থিতিতে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা গাজা সিটির বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বিশেষ ও জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপ চায়।

বিবৃতিতে চলমান যুদ্ধ থামাতে আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতাকে “সন্দেহজনক ও অন্যায্য” আখ্যা দেওয়া হয়েছে। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনাকে ফিলিস্তিনি মন্ত্রণালয় বর্ণনা করেছে বেসামরিকদের সরাসরি নিশানা করা, যা গাজা সিটিকে গণকবরে পরিণত করছে।

এদিকে জেনিভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সাংবাদিকদের বলেছেন, আমি কেবল তাদের কথা চিন্তা করছি যারা নারী, অপুষ্টিতে ভোগা শিশু, চলাফেরায় অক্ষম মানুষ তাদের কথা। তারা যদি আবার এভাবে আক্রমণের শিকার হয় তাহলে তা কী দাঁড়াবে? তাই আমাকে বলতেই হচ্ছে যে, এর প্রতিক্রিয়ায় একটা কথাই বলা যায়, তা হচ্ছে এই হত্যাকাণ্ড বন্ধ করুন। তুর্ক আরো বলেন, ফিলিস্তিনিরা, ইসরায়েলিরা সবাই শান্তির জন্য গলা ফাটাচ্ছে। প্রত্যেকেই এর শেষ চায়। আর আমরা যা দেখতে পাচ্ছি সেটি বাড়াবাড়ি, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জাতিসংঘের

আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে অবিলম্বে গাজা সিটিতে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শুরু হওয়া স্থল অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আরো অনেক অপরাধের প্রমাণ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে গাজায় ইসলায়েলের রাতভর ভারি বিমান হামলার পর সেখানকার পরিস্থিতিতে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা গাজা সিটির বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বিশেষ ও জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপ চায়।

বিবৃতিতে চলমান যুদ্ধ থামাতে আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতাকে “সন্দেহজনক ও অন্যায্য” আখ্যা দেওয়া হয়েছে। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনাকে ফিলিস্তিনি মন্ত্রণালয় বর্ণনা করেছে বেসামরিকদের সরাসরি নিশানা করা, যা গাজা সিটিকে গণকবরে পরিণত করছে।

এদিকে জেনিভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সাংবাদিকদের বলেছেন, আমি কেবল তাদের কথা চিন্তা করছি যারা নারী, অপুষ্টিতে ভোগা শিশু, চলাফেরায় অক্ষম মানুষ তাদের কথা। তারা যদি আবার এভাবে আক্রমণের শিকার হয় তাহলে তা কী দাঁড়াবে? তাই আমাকে বলতেই হচ্ছে যে, এর প্রতিক্রিয়ায় একটা কথাই বলা যায়, তা হচ্ছে এই হত্যাকাণ্ড বন্ধ করুন। তুর্ক আরো বলেন, ফিলিস্তিনিরা, ইসরায়েলিরা সবাই শান্তির জন্য গলা ফাটাচ্ছে। প্রত্যেকেই এর শেষ চায়। আর আমরা যা দেখতে পাচ্ছি সেটি বাড়াবাড়ি, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজকের প্রত্যাশা/কেএমএএ