আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে আরো ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জনই শিশু। এদিকে এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৮ জন ত্রাণপ্রত্যাশী ছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের লক্ষ্যে ইসরায়েল তীব্র সামরিক অভিযান শুরু করেছে। ট্যাংক ও যুদ্ধবিমান দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৬২ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৫৮ হাজার ৯২৭ জন আহত হয়েছে।
ওআ/আপ্র/২৮/০৮/২০২৫