বরগুনা সংবাদদাতা : বরগুনায় পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজার চালান আটক করা হয়েছে। রোববার (১৪ জুলাই) রাতে বরগুনা পৌর বাসটার্মিনাল থেকে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা বহনকারী একজনকে আটক করা হয়। এছাড়া গত শনিবার কুরিয়ার সার্ভিস থেকে চা পাতার সঙ্গে আট কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বরগুনা মাদক চালানের রুট হিসেবে ব্যবহার হচ্ছে। বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম বলেন, গাড়িতে অভিযান চালিয়ে মো. সানু হাওলাদার (৫৫) নামে এক যাত্রীকে তল্লাশি করি। পরে তার কাছে থাকা কালো একটি ব্যাগভর্তি দুই কেজি গাঁজা জব্দ করি।