নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদককারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫টি ইয়াবা, ৬৩ হাজার টাকা ও মাদককারবারে ব্যবহৃত নয়টি মোবাইলফোন জব্দ করা হয়। গতকাল শনিবার ভোর রাতের দিকে অভিযান চালিয়ে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদককারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)। পুলিশ জানায়, মাদককারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জনপ্রিয় সংবাদ