শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে কমফোর্ট সার্ভিস বাস থেকে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। আটকরা হলেন- কমফোর্ট সার্ভিস বাসের সুপারভাইজার মাদারীপুরের রাজৈর থানার মো. আজিজুল হক ও বাসের হেলপার খুলনা জেলার বাঁশবাড়ী এলাকার মো. মাসুদ শেখ। আটকদের মাদক আইনে মামলা দিয়ে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর ক্যাম্প র্যাব-৮ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, নরসিংহপুর ফেরিঘাটে কমফোর্ট সার্ভিস নামে একটি বাস থেকে মোট ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় অভিযুক্তদেও সখিপুর থানায় জব্দকৃত মালামালসহ হস্তান্তর করা হয়।