চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর হয়ে শরিয়তপুরে অভিনব কায়দায় পাঁচ কেজি গাঁজা বহনকালে মো. ইউসুফ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ইউসুফ ফেনী জেলার পরশুরাম থানার মৃত সিরাজ মিয়ার ছেলে। চাঁদপুর সদর মডেল থানার এএসআই শহীদ উল্লাহ জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় রবিবার বিকালে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ইউসুফের হেফাজতে থাকা খাকি কালারের গামটেপ পেঁচানো দুই প্যাকেট থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’