গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ১৬ কেজি গাঁজাসহ জসিম সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আটক জসিমের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি এলাকায়। এর আগে, শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল কাশিয়ানী থানার চাপ্তা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জসিমের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এ ঘটনায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে শনিবার সকালে তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।